নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটক তিনজন হলেন ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে আশরাত হোসাইন পূণ্য (২৫), একই এলাকার মৃত আরশাদ মিয়ার ছেলে রকমত উল্লাহ (২১) ও কমলপুর এলাকার মৃত নাজমুল হকের ছেলে এজাজুল হক ইয়াছিন (২৩)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার দুপুরে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বাসস্ট্যান্ড থেকে আশরাত হোসাইন পূণ্যকে আটক করে। পরে বিকাল ৩ টার দিকে ভৈরব বাস টার্মিনাল থেকে আটক করা হয় রকমত উল্লাহ ও এজাজুল হক ইয়াছিনকে।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম–সেবা জানান, ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়।
পরে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।