ঢাকাThursday , 30 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

প্রতিবেদক
-
January 30, 2025 10:35 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মিডল্যান্ড ব্যাংক পিএলসির কিশোরগঞ্জের কটিয়াদী শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের সিএন্ডবি রোডে শফিউল্লাহ ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

এতে বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংকের ডিস্ট্রিবিউশনস ডিভিশনের হেড অব রিটেইল মো. রাশেদ আকতার, মিডল্যান্ড ব্যাংক কটিয়াদী শাখার প্রধান মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, বদরুল আলম নাঈম, কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, ভবনের মালিক কবির হোসেন প্রমুখ।

এ সময় ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য করুন