নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে র্যাবের দলটি ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের পঞ্চবটি এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মুর্শিদ মিয়া (২৮) ও মেয়ে ফাতেমা বেগম (৪০), সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার লুলারচর গ্রামের (বর্তমানে ভৈরবের পঞ্চবটি এলাকার বাসিন্দা) মৃত রাশিদুল্লাহর ছেলে মান্নান মিয়া (৫২)।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম-সেবা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৭ হাজার ১০০ টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামীদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন