ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলী উপজেলা জামায়াতের কর্মিসম্মেলন

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে কিশোরগঞ্জের নিকলী  উপজেলা জামায়াতে ইসলামীর কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকাল ৯টা থেকে দিনব্যাপী নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  সম্মেলন অনুষ্ঠিত হয়

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শূরা সদস্য  ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, জামায়াতে ইসলামী ভোগের রাজনীতি করে না। ন্যায় এবং যোগ্যতাভিক্তিক সোনার বাংলা গড়ার ক্ষমতা যোগ্যতা একমাত্র জামায়াতে ইসলামীর আছে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বে

জামায়াতে ইসলামী নিকলী  উপজেলা শাখার আমির মো. আবুল হোসাইনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল  ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন  জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মুসলেহ উদ্দিন সুমন, অমুসলিম বিষয়ক সম্পাদক কৃষ্ণ চন্দ্র বসাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে এই সম্মেলন উপলক্ষে  বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে  আসে কর্মীরা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশ্যে সকল কর্মীদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। গ্রুপ করে কর্মী সম্মেলন  হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে উপজেলার সকল কর্মীদের নিয়ে সম্মেলন হয়েছে

এই সম্মেলনের মাধ্যমে  আগামী দুই বছরের জন্য নতুন আমির মো.  আবুল হোসেন ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়।

আপনার মন্তব্য করুন