নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া (জামেয়া রোড) নিবাসী খসরুজ্জামান তুহিন (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৫.৫০ টায় ঢাকার আত্মীয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তুহিন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন।
তিনি স্ত্রী, ১ ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার মাগরিবের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে চর শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।
খসরুজ্জামান তুহিন কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
আপনার মন্তব্য করুন