বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ নতুন বাজারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূম।
রাষ্ট্র সংস্কার আন্দোলন মাইজচর ইউনিয়ন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নূরুল হক। সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য মাস্টার হরিপদ দাস নান্টু, বাজিতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খান, পিরিজপুর ইউনিটের নেতা গিয়াসউদ্দিন প্রমুখ।
রাষ্ট্রের সংস্কার জরুরী উল্লেখ করে এডভোকেট হাসনাত কাইয়ূম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের সকল স্তরে সংস্কার সম্ভব না হলেও কমন বিষয়গুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে।