নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রাষ্ট্র সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে কিশোরগঞ্জের নিকলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিকলী নতুনবাজার মাছমহালে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূম।
রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল মোমেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য মাস্টার হরিপদ দাস নান্টু, রাষ্ট্র সংস্কার আন্দোলন বাজিতপুর শাখার আহ্বায়ক সামছুল হক কাজল, সদস্য সচিব শফিকুল ইসলাম কাজল, শেখ মোবারক হোসেন সাদী, খাইরুল ইসলাম, নূরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাঈদুজ্জামান বাবলু, কৃষক প্রতিনিধি হেলিম মিয়া প্রমুখ
সভায় এডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, চুরি এবং চুরির পথ দুটাকেই বন্ধ করতে হবে। তা নাহলে নতুন নতুন চোর সৃষ্টি হবে। যুগের পর যুগ অতিরিক্ত কর ও ভ্যাটের নামে জনগণের ওপর চুরির বোঝা চাপিয়ে দিয়ে আসছে বিভিন্ন সরকার। ১০০ টাকার মোবাইল রিচার্জে প্রায় ৫৩ টাকা কর ও ভ্যাট প্রদান করতে হয়, যা নজিরবিহীন। তিনি বলেন, রাষ্ট্রের সকল বৈষম্য দূর করতে হবে। সকল অসমতা দূর করতে হবে।
আলোচনা সভা সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার সদস্য সচিব মাশুকুর রহমান ঝুটন।