ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন (৫৭)।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে। তার বাড়ি চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোদালিয়া শহুর উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হাবিবুর রহমান কাঞ্চনের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য করুন