তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে ৮০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযানটি চালায় তাড়াইল থানা পুলিশের একটি দল।
গ্রেফতার দুজন হলেন পূর্ব সাচাইল গ্রামের আলাল উদ্দিনের ছেলে দিপু মিয়া (২৬) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে নয়ন মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের দলটি পূর্ব সাচাইল গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, ইয়াবাসহ আটক দিপু মিয়া ও নয়ন মিয়া দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এলাকায় ছিনতাই, চুরি ও রাহাজানির সঙ্গেও জড়িত তারা।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন