নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে চুরি হওয়া ৭১ টি ব্যাটারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা থেকে উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজদিখান থানা পুলিশের সহায়তায় অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে অভিযানটি চালায়।
গ্রেফতার লোকমান হোসেন ওরফে সাগর সিরাজদিখান উপজেলার রাজনগর খালপাড় গ্রামের আবুল কালাম ওরফে কালাচানের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাত ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় অষ্টগ্রামের পরাশরপাড়া এলাকার সুমন আহমেদের মালিকানাধীন হাজী এন্টারপ্রাইজ দোকানের তালা ভেঙ্গে চোর ১৪০ টি ব্যাটারি নিয়ে যায়। চুরি হওয়া ব্যাটারির আনুমানিক মূল্য ৮ লক্ষ ৯৬ হাজার টাকা।
এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন দোকানের মালিক সুমন আহমেদ।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেন ওরফে সাগরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সিরাজদিখান এলাকা থেকে ৭১ টি ব্যাটারি উদ্ধার করা হয়। চোরাইকাজে ব্যবহৃত মাহেন্দ্র পিকআপটি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলিঘাট থেকে উদ্ধার করে পুলিশ।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তথ্যপ্রযুক্তি ও সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অভিযানটি চালানো হয়। তিনি আরো জানান, গ্রেফতার লোকমান হোসেন ওরফে সাগর আন্তঃজেলা চোরচক্রের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি চুরি ও একাধিক ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।