ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় আগুন

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরস্থ খড়মপট্টি এলাকার বাসায় আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এর আগে ভাঙচুর করা হয় বাসাটি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শতাধিক ছাত্র গিয়ে বাসাটি প্রথমে ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের অবশিষ্টাংশ এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ছাত্ররা আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নারায়ে তাকবির, আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বেগম রোকেয়া সড়কের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৈয়দ টিটুর বাসায় আগুন ধরিয়ে দিলে আগুনে পুড়ে দুজন মারা যান।

বুধবার রাতেও একদফা ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। পরে কার্যালয়টিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেন তারা। একই সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙ্গে ফেলা হয়।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক রাষ্ট্রপতির বাসাটি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল।

আপনার মন্তব্য করুন