ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ছাত্রদল নিকলী উপজেলা শাখা ও মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখা যৌথভাবে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ মিছিলটি নিকলী গার্লস স্কুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হৃদয় হাসানের সভাপতিত্বে সদস্য সচিব রনি আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম হাসানসহ ছাত্রদলের সদস্যরা

পরে ছাত্রদলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় ছাত্রদল নিকলী উপজেলা শাখা ও মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন