নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুই নারী হলেন ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার পাল্লা ফুলবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন ফজলের স্ত্রী নাজমা বেগম (৪০) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে খাদিজা আক্তার (২৬)।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, র্যাবের দলটি করিমগঞ্জের বালিখলা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ১৪০গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন