ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

“জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না”

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়। 

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মো. আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  কথা বলেন। 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. আশরাফ আলীকে একজন সফল কর্মকর্তা হিসেবে  উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে তিনি পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে মো. আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে ডিএমপির উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ ডিএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, মো. আশরাফ আলী ২০২২ সালের ১৬ নভেম্বর ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত  জীবন সাফল্যের সঙ্গে সম্পন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারি ডিএমপির আরআই পদ থেকে অবসরে যান

আপনার মন্তব্য করুন