নিউজ একুশে ডেস্ক: গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সভায় গত বছরের ডিসেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ হিসেবে জয়দেবপুর থানার এসআই (নি.) মাহফুজুল হাসান, কালিয়াকৈর থানার এসআই (নি.) মো. জাহাঙ্গীর আলম, একই থানার এসআই (নি.) সাইদুর রহমান, শ্রীপুর থানার এসআই (নি.) অহিদ মিয়া, কাপাসিয়া থানার এএসআই (নি.) ফরহাদুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুর রহিম খান এবং চলতি বছরের জানুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ হিসেবে জয়দেবপুর থানার এসআই (নি.) সুজন রঞ্জন তালুকদার, শ্রীপুর থানার এসআই (নি.) মো. আ. কুদ্দুস, কালিয়াকৈর থানার এসআই (নি.) আতিকুর রহমান রাসেল, কাপাসিয়া থানার এএসআই (নি.) মো. হাসমত আলী, ট্রাফিক বিভাগের টিএসআই মো. রফিকুল ইসলামকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিপিএম–সেবা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন খানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ির ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।