নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার হেভেন অষ্টবর্গ গ্রামের নূরুল আলম ভূঁইয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন