পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া পলিগ্যান স্কুলের পাশে।
শাকিল পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধারচর গ্রামের গ্রামপুলিশ মো. শরীফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া পলিগ্যান স্কুলের সামনের একটি বিল্ডিংয়ে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শাকিল। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।