কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা ও একুশের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠানটির আয়োজন করে।
সাবেক জেলা বন কর্মকর্তা কবি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, সহকারি প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রনি প্রমুখ।
আলোচনা শেষে একুশের কবিতা পাঠ করেন আর্দ্রিতা সরকার, নাবহান মোহাম্মদ খাঁন, সুমাইয়া আক্তার, আমরা নাওয়ার মুমু, সামিরা সুলতানা মাহি, হুযাইফা সাঈদ ইউশা, সুমাইয়া আক্তার ঝিনুক, ইচ্ছে রহমান, মারিয়া আলম, তানভিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল রোমান ও এনায়েত উল্লাহ।