নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহরের বয়লা নিবাসী তাজুল ইসলাম (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থতাজনিত কারণে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড় ৫ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, চার মেয়ে, তিন ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর তারাপাশা নূরাণী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, তাজুল ইসলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন মধু ও সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়ার বড় ভাই।
তাজুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু এবং সমিতির সদস্যরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য করুন