হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় বাদপড়া ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স কার্যক্রম শুরু হয়েছে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বুধবার পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
দুপুরে রেজিষ্ট্রেশন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
এ সময় হোসেনপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, সুপারভাইজার মিছবাহ উদ্দিন মানিক, লিয়াকত আলী খান ও তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন