ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

প্রতিবেদক
-
February 20, 2025 5:34 pm
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের ধাক্কায় জলিল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ভৈরবকিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নয়াগাঁও বাসস্ট্যান্ডে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত জলিল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর উমরা বাড়ির মৃত দয়া গাজীর ছেলে। তিনি দুই সপ্তাহ পর প্রবাসে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জলিল বৃহস্পতিবার বিকালে নিজের একটি গরু বিক্রির উদ্দেশ্যে নোয়াগাঁও বাসস্ট্যান্ড গরুর হাটে পাইকারের সাথে কথা বলতে যচ্ছিলেন। ভৈরবকিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ভৈরবমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামীম বলেন, মোটরসাইকেলটি আটক এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য করুন