হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নুহা মনি নিহত হয়৷ এর আগেও এ স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, নিহত নুহার পরিবারের পক্ষে শাহানারা আক্তার, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান।