নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত পৌনে ৯টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
গ্রেফতার মাইন উদ্দিন (২৩) ভৈরব উপজেলার কালীপুর মধ্যপাড়া এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের রামশঙ্করপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়না সুইচ গিয়ার চাকুসহ মাইন উদ্দিনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন