ঢাকাFriday , 28 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত তিনজনকে সম্মাননা

প্রতিবেদক
-
February 28, 2025 8:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত তিনজনকে সম্মাননা দিয়েছে ভোরের আলো সাহিত্য আসর।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন সুমাইয়া আক্তার ইকরা, কবির হোসেন   আশরাফুল ইসলাম নাদিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি কবি মেতাহের হোসেন।

ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজার সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সভাপতি পৌরসভার সাবেক কমিশনার মো. আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক মো. নিজাম উদ্দিনবিআরডিবির উপ পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আবদুল ওয়াহাব মাস্টার ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক সাদীঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আনোয়ারা বেগম, মির্জা মাহবুবা বেগ মৌসুমী আহমেদ রাজু।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মো. হেলাল উদ্দিন আকন্দ, মো. মাজাহারুল ইসলামআলমগীর হোসেন আকলিমা আক্তারকবিতা আবৃত্তি করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেনকবি সাহিত্য আলোচক সাদেকুজ্জামান সোহাগ তরুণ কবি হিরন আকন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হাসান রুবেল, সাদিয়া জাহান রেজা, জাহানারা রেজা, মারজিয়া বেগম, মাহদী হাসান প্রমুখ

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সুমাইয়া আক্তার, মো. কবির হোসেন ও মো. আশরাফুল ইসলাম নাদিমকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার মন্তব্য করুন