নিজস্ব প্রতিবেদক: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নির্বাচন অফিস রবিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে গণসচেতনতা বাড়াতে হবে। সকলে মিলে যোগ্য নেতা নির্বাচন করতে পারলেই দেশটা আমাদের সবার হবে, সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে।
তিনি আরো বলেন, এনআইডি করার সময় নাম, ঠিকানা যাতে সঠিক থাকে তা অত্যন্ত যত্নসহকারে খতিয়ে দেখে তা লিপিবদ্ধ করা জরুরী। তা না হলে ভুক্তভোগীরা নানাবিধ রাষ্ট্রীয় সেবায় হয়রানির শিকার হবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনু্ষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।