ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলায় একজন নিহত, আহত ১০

প্রতিবেদক
-
মার্চ ৪, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত অন্তত ১০ জন আহত হয়েছেন ঘটনাট ঘটেছে সোমবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে

নিহত শরীফুল ইসলাম (৩৫) মহিনন্দ ইউনিয়নের আগড়াপা গ্রামের মজনু মিয়ার ছেলে মহিনন্দ বাজারে সেলুন ব্যবসা পরিচালনা করতেন তিনি

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজপাড়া গ্রামের আবদুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার আবু সালেহ তার স্বজনদের সোমবার বিকালে নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায় হামলায় এখলাস মিয়া তার ফুফাতো ভাই শরীফুল ইসলামসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন আহতদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শরীফুল ইসলামকে মৃত ঘোষণা করেন

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এজাহার দায়ের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন