পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না টানানোয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
অভিযানকালে ব্যাবসায়ী মারুফ, রুবেল, জুয়েল, স্বপন, সোহেল ও সুজনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ভূমি অফিসের নাজির মাহবুব ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোবারক হোসেন, পাকুন্দিয়া থানার এসআই আশিষ প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌর আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়।
আপনার মন্তব্য করুন