কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় রমজান মিয়া নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের পশ্চিম পৈলনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রমজান মিয়া বাজিতপুরের কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈলনপুর এলাকায় পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক রমজান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন