তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি সেনা মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাড়াইল উপজেলার কালনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে তাড়াইল থানার পুলিশ।
গ্রেফতার সেনা মিয়া তাড়াইল উপজেলা সদরের কালনা গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেনার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মূল হোতা তিনি।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, সেনা মিয়া তাড়াইল উপজেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে কালনা গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার আস্তানা হিসেবে পরিচিত স্থানীয় একটি আখড়ার গুদাম থেকে চোরাই ব্যাটারী ও একটি আইপিএস উদ্ধার করা হয়।
সেনা মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে ওসি জানান।