ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিবেদক
-
মার্চ ৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী কন্যার উন্নয়ন”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপলক্ষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বেলা ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেলউপজেলা কৃষি কর্মকর্তা নূরআলম, জুবায়ের আহমেদ , নারী নেত্রী নাফিজা আক্তার, ব্র্যাক কর্মকর্তা তমা আক্তার, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা শাহজাহান প্রমুখ। 

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্যসহ বেসরকারি সংগঠন ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন