ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর, লুট

প্রতিবেদক
-
মার্চ ৮, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল কান্দা গ্রামে ঘটনাটি ঘটে।

আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূল সতাল কান্দা গ্রামের আব্দুল জব্বার, রেনু,  কুতুব ও তাদের লোকজনের সঙ্গে একই গ্রামের আবাল হোসেন, এরশাদ, আরশাদ, হুমায়ুন ও আবুল হাসেমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে একটি পক্ষ জমিতে কাজ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন