নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের নিকলী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫–২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে মাওলানা মুহাম্মাদ উসমান গণী সিরাজীকে সভাপতি ও মুহাম্মদ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি হিসেবে মাওলানা শেখ সাদী ও মুফতী নাঈমুল হক ইযহারী এবং মাওলানা আলা উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. রোকন উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাদেকুর রহমান।