ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রতিবেদক
-
মার্চ ৮, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার বিকালে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে করিমগঞ্জ উপজেলার আশনপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।

নিহত ওমর ফারুক হৃদয় (২৩) করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে। করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

স্থানীয় ইউপি মেম্বার নাজিম উদ্দিন জানান, নিহত হৃদয় তার চাচাত ভাই। দুপুরে কয়েকজন মিলে অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন হৃদয়। আশনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য করুন