কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ছয়সূতি ইউনিয়নের খালিশা এলাকার একটি পোল্ট্রি ও এগ্রো ফার্মে।
নিহত সাইফুল ইসলাম (৫০) খালিশা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের সুজন (৪০) ও ফাইজ উদ্দিন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্মের পুকুরের পানি সেচের কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে সাইফুল পুকুরের পনিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে সুজন ও ফাইজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, সম্ভবত বিদ্যুতের তার লিকেজ হয়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে এমন ঘটনা ঘটেছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। আর আহত দুজনের মধ্যে একজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।