অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের হলরুমে মাহফিলের আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা তানভীর আহমেদ তামান্না, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, কৃষক দলের সভাপতি মো. ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া ও সদস্য সচিব ইয়ামিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, জিসাস আহ্বায়ক রফিক মিয়া ও সদস্য সচিব শহিদ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম দানা ও সদস্য সচিব তান্না, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসির, রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকির হোসেন ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর তাপস প্রমুখ ।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।