ঢাকাSunday , 16 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
-
March 16, 2025 11:20 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়  কিশোরগঞ্জের নিকলীতে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি।

রবিবার নিকলী কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল

প্রধান অতিথির বক্ততায় তিনি বলেন, বিগত ১৭ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে উঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে।এখন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি দেশের জনগণের কাছে অঙ্গীকাোবদ্ধ। বিএনপি সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়

ধর্ষণ, চুরি, ডাকাতি, আইনশৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,  বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছে দেশে প্রতিদিনই চুরি, ডাকাতি, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক

যুবদলের সদস্য কামরুল হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি ও জেলা বারের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারার ইখতিয়ার আহমেদ আরিফ, উপজেলা জিসাসের সভাপতি মিয়া হোসেন,  নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আযহারুল ইসলাম সোহেল,  নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক হৃদয় হাছান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, মৎস্যজীবী দলের সভাপতি মো. কাউসার, তাঁতীদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শওকত কবির নাদিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ প্রমুখ।

আপনার মন্তব্য করুন