ঢাকাMonday , 17 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

“ভিজিএফ কার্ড কোথায় বিতরণ করলেন” জানতে চাওয়ায় যা করলেন চেয়ারম্যান

প্রতিবেদক
-
March 17, 2025 7:49 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “ভিজিএফ কার্ড কোথায় বিতরণ করলেন” জানতে চাওয়ায় যুবদল নেতার ওপর লাঠি হাতে চড়াও হয়েছেন ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেন্দী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  কার্ড বিতরণ নিয়ে ইউপি চেয়ারম্যান হাদীউল ইসলাম হাদীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে স্থানীয় যুবদল নেতা রাজিব হোসেন বাবু ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ড কোথায় বিতরণ করা হয়েছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান হাদী। একপর্যায়ে চেয়ারম্যান যুবদল নেতা বাবুকে মারতে লাঠি হাতে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন।

এ নিয়ে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, হোসেন্দী ইউনিয়ন যুবদল নেতা রাজিব হোসেন বাবু ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদীর কাছে জানতে চান, ‘কাকা, ১৬৮০টি কার্ড আপনি কাকে দিয়েছেন?’ তখন চেয়ারম্যান হাদী বলেন, ‘তোমার কাছে বলা লাগবে?’ তখন যুবদল নেতা বলেন, ‘আমার কাছে বললে সমস্যা কী?’ এসময় চেয়ারম্যান হাদী গালিগালাজ শুরু করেন।

তখন যুবদল নেতা বলেন, গালিগালাজ করেন কেন? তার এ কথায় উত্তেজিত হয়ে ইউপি চেয়ারম্যান হাদী লাঠি হাতে তেড়ে আসেন। আশপাশে থাকা লোকজন চেয়ারম্যানকে নিবৃত করেন। 

এ বিষয় হোসেন্দী ইউনিয়ন যুবদল নেতা রাজিব হোসেন বাবু বলেন, “আমি চেয়ারম্যানকে বিনয়ের সঙ্গে ‘কাকা’ সম্বোধন করে জিজ্ঞাসা করতেই তিনি লাঠি হাতে আমাকে মারতে আসেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

যুবদল নেতা রাজিব হোসেন ভিজিএফের ৫০টি কার্ড দাবি করেছিল অভিযোগ করে ইউপি চেয়ারম্যান হাবিউল ইসলাম হাদী বলেন, এ  নিয়েই ঝামেলা হয়েছে। 

হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সুরুজ বলেন, চেয়ারম্যান হাদী ১০ কেজি চাল দেওয়ার পরিবর্তে ৭-৮ কেজি করে দিয়েছেন। এছাড়া বিএনপির নাম করে ৪৫০টি কার্ড চেয়ারম্যান তার নিজের লোকজনকে দিয়েছেন বলে অভিযোগ করেন।

আপনার মন্তব্য করুন