ঢাকাWednesday , 19 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ভাঙারির দোকানে মিলল মর্টারশেল

প্রতিবেদক
-
March 19, 2025 5:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের একটি ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙ্গারি মালামাল গুছানোর কাছ করছিলেন। একপর্যায়ে মর্টারশেলটি দেখতে পান তিনি। পরে বিষয়টি দোকানের মালিক টুটুলকে জানান। অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে টুটুল তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে। পরে সেনাবাহিনীকে জানালে রাত ১ টার দিকে সেনাবাহিনী গিয়ে মর্টারশেলটি বালুভর্তি বালতির ভেতর রেখে দেয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করি। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারাও এসে পর্যবেক্ষণ করে। সারারাত পুলিশের নিরাপত্তায় মর্টারশেলটি ছিল।

মর্টারশেলটি কোন জায়গা থেকে কিভাবে ভাঙারি দোকানে এলো, এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

বুধবার বিকালে ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম এসে সদর উপজেলার মারিয়া এলাকার একটি খোলা স্থানে নিয়ে নিস্ক্রীয় করা হয় এটি।

আপনার মন্তব্য করুন