ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে উদীচীর সম্পাদকের পরলোকগমন

প্রতিবেদক
-
March 20, 2025 4:07 pm
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ বণিক (৫৭) পরলোকগমন করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নিতারকান্দি গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারে তিনি মা, তিন বোন, এক ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজা গভীর শোক জানিয়েছেন। তারা প্রয়াত প্রাণকৃষ্ণ বণিকের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রয়াত প্রাণকৃষ্ণ বণিকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক বাবুল রেজা, প্রবীণ কমিউনিস্ট নেতা আজিজুর রহমান, উদীচী বাজিতপুর শাখার সভাপতি নাসিমা রহমান, বেণু দাস প্রমুখ।

উল্লেখ্য প্রাণকৃষ্ণ বণিক বাজিতপুর উপজেলার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিতারকান্দি মহাশ্মশানের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। মহামারী করোনার সময় তিনি হিন্দুদের মরদেহ দাহ করেছেন নিজ উদ্যোগে।

আপনার মন্তব্য করুন