নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণার্থী মাহদী হাসানের কোরআন তেলাওয়াত ও সাংবাদিক সংস্থার সভাপতি শফিক কবীরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি মাওলানা একেএম ছাইফুল্লাহ। প্রধান আলোচক ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আ লতিফ।
আলোচনায় অংশ নেন দৈনিক আমার দেশ পত্রিকা ও জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ইউএনবির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ফকির মতি, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট শেখ মাসুদ ইকবাল, বিআরডিবির উপ পরিচালক ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া, ভোরের আলোর সভাপতি কবি মোতাহের হোসেন, সহ সভাপতি আবদুল হালিম তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল হক সাদী ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ সভাপতি ও সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, সাংবাদিক আজহারুল ইসলাম ফকির রতন, মুভি বাংলা টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল ভুইয়া, বাউল শিল্পী কবির সরকার, ভোরের আলোর সাংস্কৃতিক সম্পাদক মাজাহারুল ইসলাম প্রমুখ।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লেখক, তথ্য সংগ্রাহক ও সংবাদকর্মী রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় আলোচনা সভা, সংবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ, মোনাজাত ও ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাতে বিশ্বমুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনা করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা তথা জাতীয় ঐক্যের জন্য বিশেষভাবে দোয়া করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঈমাম মুফতি মাওলানা একেএম ছাইফুল্লাহ।