পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদর ঈদগাহে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আবদুস সাত্তার, মাহমুদুজ্জামান রিপন, হাবিবুর রহমান ভূঁইয়া, মোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম হীরা, পৌর বিএনপির সভপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা কৃষকদলের সভপতি শামসুল হক মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, মোস্তফা কামাল জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান, ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।