কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত আশিক মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে তিনি।
শনিবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে নাম নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একট তদন্তদল বিদ্যালয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরীর উপস্থিতিতে তদন্ত চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেনসহ অন্তত ১০জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।