ঢাকাMonday , 24 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভৈরব সার্কেল

প্রতিবেদক
-
March 24, 2025 12:09 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব সার্কেল জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কুত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ক্যাটাগরিতে ভৈরব সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।

রবিবার কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন।

মো. নাজমুস সাকিব ভৈরব কুলিয়ারচর থানা নিয়ে গঠিত ভৈরব সার্কেলের দায়িত্বে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি গত বছরের  ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট জিআর নিষ্পত্তি করেন ৪৩ টি, সিআর ওয়ারেন্ট নিষ্পত্তি করেন ৬৪ টিসাজা ওয়ারেন্ট নিষ্পত্তি করেন সাতটি। মোট ১১৪ টি পরোয়ানা নিষ্পত্তি করেন তিনি। এছাড়াও নিয়মিত মামলা নিষ্পত্তি করেন ৫৩ টি। নিয়মিত মামলায় ৮৪ জন  আসামি গ্রেফতার করেন তিনি।  মাদকের মধ্যে ৪৫৮ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজা ১০৭ লিটার বিদেশী মদ উদ্ধার করেন

শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব তার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। শ্রেষ্ঠত্বের এ প্রাপ্তিতে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। “দুষ্টের দমন এবং শিষ্টের পালন” এ নীতিতে জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন