কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জাবের হোসেন, আবুল কাসেম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, ৬নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, ছাত্রনেতা খালেদুজ্জামান পাঠান নাহিদ, সমাজসেবক মো. হানিফ প্রমুখ।
বক্তাগণ আশিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ (২২) নিহত ও অন্তত ১০ জন আহত হন।