ঢাকাWednesday , 26 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক
-
March 26, 2025 3:22 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতাকিশোরগঞ্জের নিকলীতে যথাযথ মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

উপলক্ষে বুধবার স্থানীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনসরকারিবেসরকারি প্রতিষ্ঠান উপজেলার বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ,  আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা, আবৃত্তি, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়

এসব কর্মসূচিতে হাজারো শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন

আপনার মন্তব্য করুন