পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি এবং পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সকালে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।