কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত পাঁচজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে।
নিহত আরব আলী (৩৫) কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকার লেনদেন নিয়ে আলম মিয়ার সঙ্গে ফারুকের দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার বিকালে আলমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঘটনা দেখে আলমের বন্ধু আরব আলী গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় ফারুক ও তার লোকজন দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আরব আলীসহ আরো কয়েকজন আহত হন। আহতদেরকে পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ ৫ জনের নামোল্লেখ ও ৯/১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।