তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় দারুল কুরআনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক মো. আবু জামাল, ধলা বহুমুখী আলীম মাদরাসার (ইংরেজি) প্রভাষক মো. সেলিম মিয়া, দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা ইয়াসীন আরাফাত, নূরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক হাফেজ হোসাইন আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।