নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার সকালে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজার নেতৃত্বে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। জাতি হিসেবে সেটা আমাদের জন্য লজ্জাজনক। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বার বার মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে।
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য কামনা করেন তিনি।
এ সময় জেলা উদীচীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন