পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ইসলামী আন্দোলন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার এসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম।
ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কাশেম বিপ্লব, পৌর জামায়াতের সেক্রেটারী মোজাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নূরুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা শাখার সহ সভাপতি মো. কবির উদ্দিন শেখ, মাওলানা আতাহার আলী, শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী সাকিবুল হাসান, পৌর শাখার সভাপতি মো. উসমান আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাকুন্দিয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. তারেক, ইসলামী যুব আন্দোলন পাকুন্দিয়া শাখার সভাপতি মাওলানা মো. সিদ্দিক হোসেন ও ইসলামী ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম।